নবীনগরে “লাখ টাকার গোল্ডকাপ” ফুটবল টূর্নামেন্ট
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: খেলা হউক মাদকমুক্ত সমাজ গঠনের হাতিয়ার এ শ্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাল ৩ টায় নবীনগর উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে শুভ উদ্বোধন হলো বৃহত্তর কুমিল্লার সর্ববৃহৎ ফুটবল টূর্নামেন্ট “লাখ টাকার গোল্ডকাপ”।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়ীয়া জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও টূর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদ। খেলার শুভ উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব কাজী মামুনুর রশিদ। টূর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো: ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহিন আহম্মেদের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায়, ওসি তদন্ত রাজু আহম্মেদ, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকার, প্রমূখ।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে খেলা শুরু করা হয়। উদ্বোধনী খেলায় শিবপুর মাটির ফুল ফুটবল একাদশ বনাম হুরুয়া ফুটবল একাদশ অংশগ্রহন করে। শিবপুর মাটির ফুল ফুটবল একাদশ হুরুয়া ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে।উক্ত টূর্নামেন্টে নকআউট পদ্ধতিতে মোট ৮ টি দল অংশগ্রহন করবে। আগামী ২৬ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।