নবীনগরে মাস্ক ব্যবহার না করায় ৩০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক না পরে অযথা রাস্তায় চলাচলের জন্য ৩০ জন পথচারীকে ২৬৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৮ আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মাসুম এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,শর্ত সাপেক্ষে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে গত ৩১ মে থেকে সরকার সারা দেশে লকডাউন শিথিল করেছেন। সামাজিক দুরত্ব বজায় না রেখে এবং মুখে মাস্ক না পরে নবীনগরে সাধারণ মানুষের মধ্যে চলাচল অভ্যাসে পরিনত হয়েছে। ফলে দিন দিন করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামীতে বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট আরও জোরদার করা হবে । মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন নবীনগর থানার এস আই মনিরুল ইসলামসহ সংগীয় ফোর্স।
« ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ‘নবীনগর-আলমনগর’ সড়কে অবস্থিত সরকারি খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) প্রণবের শারীরিক অবস্থার অবনতি, ফুসফুসে সংক্রমণের লক্ষণ »