নবীনগরে ভোটার বেড়েছে ৬৯ হাজার ১৭৯
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৭ নং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) নির্বাচনী আসনে গত ২০১৪ সালের নির্বাচনের পরে এবার এলাকায় প্রায় ৬৯ হাজার ১৭৯ জন ভোটার বেড়েছে।
জানা যায়, নবীনগর উপজেলাটি ২১ ইউনিয়ন আর একটি পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ এর এই নির্বাচনী এলাকা গঠিত । আসনটিতে বর্তমান মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৭৭২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৬৮০ জন। আর নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯২ জন। গত ২০১৪ সালের নির্বাচনে দেখাযায় যেখানে মোট ভোটার ছিলো ২লাখ ৭৪ হাজার ৫৯৩ জন। সেই হিসেবে গত পাঁচ বছরে ৬৯ হাজার ১৭৯ জন ভোটার বেড়েছে। এখানে পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যই বেশি। এ উপজেলার মোট ভোট কেন্দ্র ১৩৯। আর ভোট কক্ষের সংখ্যা ৬৬৯টি।
নবীনগর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চত করে জানান, এ উপজেলার অনেক জনগনই প্রবাসী, সে কারনে এখানে নারী ভোটারের সংখ্যা বেশি। নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা অনেকেই দেশে এসে ভোটার হয়েছেন।