নবীনগরে বড়াইল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত
আমিনুল ইসলাম//জাতীয় সংসদ নির্বাচন এর আদলে সারাদেশের ন্যায় ব্রাক্ষণবাড়িয়ায় নবীনগর উপজেলায় একযুগে ৪৪ টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে
নির্বাচন নিয়ে ছাত্র-ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে প্রচার প্রচারণা চালিয়েছে।প্রার্থীরা ভোটারদেরকে কাছে চকলেট,কলমসহ বিভিন্ন স্বাগমগী বিতরণ করছে।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা প্রথম বারের মত তাদের ভোটাধিকার প্রয়োগকরে।
নির্বাচিত কেবিনেট প্রতিনিধিরা বিদ্যালয়ে পরিবেশ রক্ষা,শৃঙ্খলা রক্ষা, ঝড়ে পড়া ছাত্রদের বিদ্যালয়মুখী করা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, মাদকাশক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে সহযোগিতা করার কাজ করবে।আইনশৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বে ছিল স্কাউট টিম।প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ৩টি বুথে ভোট গ্রহণ চলে।
২১ শে মার্চ সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহন চলে।
নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী বড়াইল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ২৯ জন প্রার্থীকে ৬৪৩ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোট প্রদান করে ৭ জন স্টুডেন্ট কাউন্সিলর নির্ সর্বাধিক ভোটে যারা নির্বাচিত হয়েছেন প্রথম নির্বাচিত হয়েছেন ওবায়দুল্লাহ প্রাপ্ত ভোট ২৪৬ ১০ম শ্রেনী, ২য় নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান প্রাপ্ত ভোট ২২২ ৯শ্রেনী, ৩য় নির্বাচিত হয়েছেন মার্জিয়া আক্তার প্রাপ্ত ভোট ১৯৩- ৮ম শ্রেনী, ৪র্থ নির্বাচিত হয়েছেন তাহুরা আক্তার প্রাপ্ত ভোট ২৭৮ শ্রেনী ৭ম, ৫ম নির্বাচিত হয়েছেন সানজিদা আক্তার প্রাপ্ত ভোট ২৮৩ শ্রেনী ৬ষ্ট নির্বাচিত হয়েছেন আফরোজা আক্তার প্রাপ্ত ভোট ২৪৩শ্রেনী ১০ম, ৭ম নির্বাচিত হয়েছেন মারিয়া জাহান প্রাপ্ত ভোট ২১৪ শ্রেনী ৯ম।
সার্বিক তত্বাবাধনে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হক সহ সহকারী শিক্ষক শিকিক্ষা বৃন্দ।নির্বাচন পর্যবেক্ষণ করেন নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃমোকারক হোসেন। উল্লেখ্য জাতীয় নির্বাচন না হলেও এই নির্বাচনে ভোট দিতে পেরে অনেক খুশি হয়েছেন ছাত্র-ছাত্রী।শুধু তাই নয় এর মধ্য দিয়ে তারা নিজেদের মত প্রকাশের সুযোগ পেয়েছে।