Main Menu

নবীনগরে ব্যাটারি চালিত রিক্সার হাইড্রোলিক হর্ন অপসারণ

+100%-

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সায় হর্ণের শব্দদূষণের কারেন যখন পৌরবাসী জনজীবন অতিষ্ট । তখনি শব্দদূষণ নিয়ন্ত্রনে সোমবার সকালে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অভিজান চালিয়ে শতাধীক ব্যাটারি চালিত রিক্সায় হাইড্রোলিক হর্ণের অপসারণ করা হয়েছ । এসময় পৌরএলাকার বিভিন্ন পয়েন্টের সড়কগুলোতে হাইড্রোলিক হর্ণের অপসারণ কর্যক্রমে পরিচালনা করেন,পৌরসভার হিসাব রক্ষক মো. জামাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী ইউছুফ ছিদ্দিকি, মো. রজাউল করিম, আব্দুল মোমেন,লাইসেন্স পরিদর্শ মোু. গিয়াস উদ্দিন, মনির হোসেন প্রমুখ।
এ বিষয়ে নবীনগর পৌরসভার মোয়র এড. শিব শংকর দাস জানান, ইতিমধ্যে রিক্সা থেকে হাইড্রোলিক হরেন অপসারণ করা হচ্ছে। খুব দ্রুতই এলাকার এসব রিকশা থেকে হাইড্রোলিক হর্ণ অপসারণে করে শান্তি প্রিয় নগরি হিসেবে গড়ে তুলব।
উল্লেখ্য, নবীনগর পৌর এলাকায় শব্দদূষণের কারণে কোমলমতি শিশু, ছাত্র-ছাত্রী, বৃদ্ধলোক, অসুস্থ রোগী, ব্যবসায়ী, পথচারিসহ বিভিন্ন লোকজনের শ্রবনশক্তির ওপর ভয়ংকর নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া স্কুলগামী কোমলমতি শিশু ও ছাত্র-ছাত্রীদের শ্রবণ শক্তির ওপরও মারাত্মক ভাবে প্রভাব পড়ছে। যদিও চালকরা দায়সারা ভাবে বলছেন হর্ণের শব্দে ছাত্র-ছাত্রীদের সমস্যা হলেও তাদের কিছু করার নেই।






Shares