Main Menu

নবীনগরে ব্যবসায়ী আক্কাসের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আক্কাস ভূঁইয়ার নামে মিথ্যা মামলা ও তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তারা।

রবিবার (১৭ আগস্ট) বিকালে দৌলতপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জলিল মেম্বার।

মানববন্ধনে বক্তারা বলেন, আক্কাস ভূঁইয়া একজন সৎ মানুষ ও সমাজসেবক। তার নামে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহার ও আক্কাস ভূঁইয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার রুপ মিয়া, জয়নাল মিয়া, হোসেন মিয়া, তারা মিয়া, খলিল মিয়া, কাদির মিয়া, জাকির মিয়া, শওকত আলী, ডাক্তার সিদ্দিকুর রহমান, সুফিউল্লাহ, বরকতুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত (১৪ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন রাজু, ব্যবসায়ী আক্কাস ভূঁইয়া ও ফাহিম ভূঁইয়াসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন শিবপুর ইউনিয়নের নাছিমা আক্তার নামে এক নারী। পরে (১৫ আগস্ট) রাতে বাড়ি থেকে ব্যবসায়ী আক্কাস ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ এবং পরদিন তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।






Shares