নবীনগরে বিদিশা-কাজী মামুনকে অবাঞ্ছিত ঘোষণা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :: জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আগমনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নবীনগর উপজেলা প্রেসক্লাবের সামনে উপজেলা যুব সংহতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে বিদিশা ও হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে নবীনগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এটিএম আব্দুল্লাহ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সদস্য সচিব জামাল উদ্দিন, জাতীয় পার্টির সদস্য মতিন সরকার প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অনেক আগে হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে বিদিশার বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারপরও বিদিশা তার নামের সঙ্গে অনৈতিকভাবে হুসেইন মুহাম্মদ এরশাদের নাম ব্যবহার করছেন। পাশাপাশি নিজেকে অবৈধভাবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দাবি করে আসছেন। আর এই অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতা করছেন কাজী মামুনুর রশিদ। অথচ কাজী মামুনুর রশিদকে অনেক আগেই পার্টির চেয়ারম্যান জিএম কাদের বহিষ্কার করেছেন। নবীনগরে কাজী মামুন ও বিদিশার কোনো ঠাঁই হবে না। এর আগে সকালে হুসেইন মুহাম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদের আমন্ত্রণে নবীনগরে আসেন বিদিশা। তিনি নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণি শাহ (র.) এর মাজারে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।