নবীনগরে বিএনপি নেতাকর্মীদের তালিকা করে গণগ্রেপ্তারের অভিযোগ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএপির স্থানীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার আতঙ্কে বিএনপির অনেক নেতা এখন আত্মগোপনে রয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।
তবে পুলিশ এ অভিযোগ সরাসরি অস্বীকার করে বলেন,সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই অপরাধীদের ধরা হচ্ছে।
জানা গেছে,মনোনয়ন প্রত্যাহার শেষে এ আসনের বিএনপি পদপ্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচার-প্রচারনায় মাঠে নামেন। কিন্তু গত কয়েকদিন ধরে পুলিশ তালিকা করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করছে।এ নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বক্তব্য দিয়ে কি হবে।কিছুক্ষন আগেও রছুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের একাধিক বার নির্বাচীত ম্যানেজিং কমিটির সদস্য দু জন বিএনপির নেতা সহ গত কয়েক দিনে উপজেলার বহু নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নবীনগর থানার ওসি রণজিৎ রায় গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করে জানান,যাদের বিরুদ্ধে সুনিদির্ষ্ট অভিযোগ রয়েছে,পুলিশ কেবল তাদেরকেই ধরছে। আর নির্বাচন সুষ্ঠভাবে করার লক্ষ্যে এলাকার চিহ্নিত অপরাধীদের ধরা হচ্ছে।