নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার মালামাল চুরি
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG_20250209_173300.jpg?resize=684%2C394)
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, গত দুদিন ছুটির পর আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে দেখি প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন ক্লাসরুম তছনছ অবস্থায় দেখতে পাই।
তিনি বলেন, ‘মনে হচ্ছে, চোরের দল বিদ্যালয়ের দোতলা দিয়ে প্রথমে স্কুলে ঢোকে। এরপর বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে প্রধান শিক্ষকের কক্ষসহ বিভিন্ন শ্রেণি কক্ষ থেকে মোট ৭টি ফ্যান, ২৫ জোড়া বেঞ্চ (লোহার পরিত্যাক্ত) সৌর বিদ্যুতের প্যানেল, রাউটার, বৈদ্যুতিক সরঞ্জামাদিসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
নবীনগন থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ‘ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিদ্যালয়টিতে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
« সরাইল বাড়ি পুলিশের এএসআই রুস্তম আলী মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত (পূর্বের সংবাদ)