Main Menu

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে রোকেয়া (৪) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতমোড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া সাহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও পরিবারের লোকজন সূত্রে জানা যায়, জগন্নাথপুর গ্রামে শিশু রোকেয়া পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। প্রায় দুই ঘণ্টা পর শিশু রোকেয়ার মরদেহ পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার (ওসি) শাহীনুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।






Shares