নবীনগরে পানিতে ডুবে খালা ভাগিনীর মর্মান্তিক মৃত্যু




তারা হচ্ছে কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা ও কসবা উপজেলার কুডি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইলমা।
নিহত সায়মার মা জুহেরা বেগম জানান, দুপুরে ইমলা(৬) ও তার খালা সায়মা(১২) বাড়ি পাশ্ববর্তী পুকুরে গোছল করতে গিয়ে ইলমা পানিতে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে সায়মাও পানিতে লাফ দেয়। সাঁতার না জানার কারনে তারা তীরে আসতে পারেনি।
নবীনগর থানার ওসি মাহাবুব আলম বলেন, পানিতে ডুবে দুইটি শিশু মারা যাওয়ার খবর পেয়েছি।
« হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন উবায়দুল মোকতাদির চৌধুরী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কসবায় কিশোরীকে হত্যার অভিযোগ »