নবীনগরে নৌকা ডুবির ঘটনায় ১৮ পরীক্ষার্থী বিশেষ ব্যবস্থায় বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পারবেন
নৌকাডুবির কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রথম দিনে অংশ না নিতে পারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ১৮ পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিতে পারবেন। মানবিক বিবেচনায়ে এ ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা নেয়া হবে।
এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্বে থাকা মোহাম্মদ মহিউদ্দীন খান ব্রাহ্মণবাড়িয়াটোয়েন্টিফোরডটকমকে বলেন, নৌকাডুবির কারণে দুই পরীক্ষার্থী মারা গেছে। এ ঘটনায় শিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মর্মাহত।
তিনি জানান, সাধারণত পরীক্ষায় অংশ না নিলে অনুপস্থিত ধরা হয়। তবে দুর্ঘটনার কারণে যারা অংশ নিতে পারেনি তাদের ব্যাপারে মানবিক কারণে বিশেষ বিবেচনা করা হবে। দ্রুত সময়ে তাদের (বাংলা প্রথমপত্র) পরীক্ষা নেয়া হবে। পাশাপাশি তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন যাতে ১৮ পরীক্ষার্থীকে পরবর্তী পরীক্ষায় উপস্থিতি নিশ্চিত করা হয়।