Main Menu

নবীনগরে নির্মানের পথে ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: বাংলার সংগীত আকাশের উজ্জ্বল নক্ষত্র, উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতগুরু সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তার হাতে গড়ে উঠেছিলো সর্বকালের সেরা শিল্পী যেমন পান্নালাল ঘোষ, আলী আকবর খান, রবিশঙ্কর, আন্নাপূর্ণা দেবীসহ অসংখ্য মহান শিল্পী। আজও তার বাজনার সুর ধ্বনিত হয় বিশ্বসংগীতের প্রতিটি অঙ্গনে। সেই সুরসম্রাটের জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রাম। আর এই শিবপুরেই এবার গড়ে উঠছে বহুল প্রত্যাশিত ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন মিউজিয়াম’।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের বিশেষ উদ্যোগে শুরু হয়েছে এ আন্তর্জাতিক মানের সংগীত যাদুঘর নির্মাণের কার্যক্রম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মিউজিয়াম প্রকল্পের এলাকা সরেজমিন পরিদর্শন করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী।
তিনি বলেন, “মাননীয় অর্থ উপদেষ্টা ও জেলা প্রশাসকের নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় শিবপুরে খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে দ্যা আলাউদ্দিন মিউজিয়াম। এটি চালু হলে শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি শিবপুর আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে যুক্ত হবে একটি উজ্জ্বল নাম হিসেবে।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুরসম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, মাছরাঙা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠকরা।
স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা জানান, আলাউদ্দিন খাঁ শুধু একজন শিল্পীই নন, তিনি ছিলেন একটি যুগের প্রতীক। তার হাত ধরে ভারতীয় ধ্রুপদী সংগীতে সৃষ্টি হয়েছে নতুন ধারার। তাই এই মিউজিয়াম কেবল একটি ভবন নয়, এটি হবে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ভাণ্ডার। তাই মিউজিয়াম প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি শিল্পী, গবেষক ও সংগীতপ্রেমীদের ভিড়ে মুখর হয়ে উঠবে শিবপুর। সৃষ্টি হবে কর্মসংস্থান, বিকশিত হবে পর্যটন ও অর্থনীতি।





Shares