নবীনগরে নিম্ন আয়ের মানুষের পাশে যুবলীগের কেন্দ্রীয় নেতা আলামিন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা করোনাভাইরাসের প্রভাবে নিম্ন আয়ের মানুষের এখন খাদ্য দ্রব্যের প্রয়োজন। আর এই নিম্ন আয়ের মানুষদের কথা ভেবে সাবেক ছাত্র নেতা ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মো আলামিনুল হক আলামিন এর ব্যাক্তিগত উদ্দোগে অসংখ্য দিনমজুরের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছিয়েছেন। গত কয়েক দিন যাবত নবীনগর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ খুজে খুঁজে জন প্রতি চাল ডাল তৈল পিয়াজ আলু সাবান মাক্স অসহায় ওনিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করেছেন।
আলামিন জানান, বর্তমানে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব আজ কঠিন সময় পার করছে। সব জায়গার মতো নবীনগরে ও লক ডাউন হওয়ায় দিনমজুর, নিন্ম আয়ের মানুষ কাজে নামতে পারছেন না। এই সংকট মোকাবিলায় আমাদের সবার উচিৎ যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যতদিন এই করোনা ভাইরাস থেকে আমরা সম্পূর্ণ মুক্ত হতে না পারবো ততদিন এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। জানাযায় তিনি সরকার ঘোযিত লকডাউনের একদিন আগেই নবীনগর উপজেলা জনগনের পাশে চলে আসেন।