নবীনগরে নিখোঁজ হওয়ার ৩০ দিনেও খোঁজ মেলেনি উর্মি’র
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি ধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ৩০ দিনেও খোঁজ মেলেনি উর্মি (৯) নামে ৪র্থ শ্রেণিতে পড়ুযা এক ছাত্রীর।
এই ঘটনায় উর্মি’র বাবা মো. আজাহার আহমেদ বাদী হয়ে নবীনগর থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে অপহরন মামলা করেন। মো. আজাহার আহামেদ স্বপরিবারে রাজধানী ঢাকাতে বসবাস করেন।
জানা যায়, করোনা ভাইরাসের আতংকে তারা গ্রামের বাড়ি নবীনগর উপজেলার রতনপুর গ্রামে আসেন। গত ৬ এপ্রিল দুপুরে উর্মি তার বাড়িতে খেলাধূলার করছিলেন। পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি।
পরিবারের লোকজন উর্মিকে তাদের আত্মীয়স্বজনদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজখবর করেছেন। তাকে খোঁজ পাওয়ার জন্য একলক্ষ টাকাও পুরস্কারও ঘোষণা করা হয়। কিন্তু হারানোর ৩০ দিন পেরিয়ে গেলেও তার খোঁজ মেলেনি।
উর্মির বাবা আজাহার আহামেদ কান্না জড়িত কন্ঠে জানান, আমার কারো সাথে কোন প্রকার খারাপ সম্পর্কে নেই। যে কোন কিছুর বিনিময়ে আমি আমার মেয়েকে ফেরত চাই।
« ব্রাহ্মণবাড়িয়া নিয়ে স্মৃতিচারণ_ সাবেক এসপি মোহাম্মদ মনিরুজ্জামান পিপিএম (বার) (পর্ব ২) (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রক (Dome of the Rock) »