উপজেলায় মোট আক্রান্ত ১৩৭জন
নবীনগরে নতুন করে ১২ জন করোনায় আক্রান্ত




আজ ২৮ জুন রবিবার নতুন করে ১২ জনের আক্রান্তের রির্পোট এসেছে। তারা হলেন, সহকারী কমিশনার( ভূমি) ইকবাল হাসান, নবীনগর সার্কেল অফিসের দুজন পুলিশ অফিসার আলামিনুল হক, মোহাম্মদ সামির, স্বাস্থ্য সহকারি সাইফুল ইসলাম,পৌর সদরের উত্তর পাড়ার জিলানী, ইমন মিয়া, টিএনটি পাড়া তুহিন হোসেন, কলেজ পাড়ার নজরুল ইসলাম, আলামনগর রফিকুল ইসলাম, মানিকনগর গ্রামের মোর্শেদা খাতুন, বড়াইল গ্রামের মাহমুদা আক্তার, আজওয়াদ।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার মোশরাত ফারখান্দা জেবিন।