মাত্র ২০/ টাকায় চিকিৎসা সেবা!
নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে স্থানীয় আশা কার্যালয়ে (নূরুল আমীন চেয়ারম্যানের বাড়ি) আজ সকালে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
আশা’র জেলা ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসি’র কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম আহবায়ক, নবীনগরের কথার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।এতে বিশেষ অতিথি ছিলেন আশার আঞ্চলিক ম্যনেজার আসাদুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসীম উদ্দিন, প্রভাষক মো. শরীফ মিয়া ও ফিজিওথেরাপিস্ট সৌরভ সাহা।
আশার আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল হক জানান,’মাত্র ২০/ টাকা আমাদের কাছে ‘এন্ট্রি ফি’ জমা দিয়ে যে কেউ ফিজিওথেরাপির মতো আধুনিক ও উন্নত এই চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। তবে এই সেবা মাত্র তিনদিনের জন্য পাওয়া যাবে।
আজ ১৮ নভেম্বর (সোমবার) থেকে আগামি ২০ নভেম্বর (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নবীনগর ‘আশা’র কার্যালয় থেকে এই উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন আশার সংশ্লিষ্ট কর্মকর্তারা।
« সরাইলে বাস উল্টে যাত্রী নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) বাঞ্ছারামপুরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক »