নবীনগরে জাতির পিতার স্মরণে চেতনায় ৭১ এর আবৃত্তি অনুষ্ঠান
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার আবৃত্তি সংগঠন চেতনায় ৭১ এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
গতকাল রবিাবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে নবীনগর মহিলা কলেজ শহিদ মিনারে সামাজিক দূরত্ব বজায় রেখে এক মনমুগ্ধকর আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য। প্রাণচাঞ্চল্য এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন।
সংগঠনটির আহববায়ক মো. জালাল হোসাইন সাফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংবাদিক এমকে জসিম উদ্দিন,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, সেচ্ছা সেবক লীগ নেতা অমর ফারুক, নুরে আলম, সহ এক ঝাক তরুণ আবৃত্তি শিল্পী।