নবীনগরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আভ্যন্তরীণ বোরোধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে নবীনগর এল.এস.ডি (খাদ্য গুদাম) প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। উদ্বোধনী দিনে পৌর সদর থেকে ৩ জন কৃষকের কাছ থেকে ১০০ মণ ধান সংগ্রহ করা হয়। এবছর মোট ২ হাজার ৩ শত ২৬ মে.টন ধান সংগ্রহ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, নবীনগর এল.এস.ডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার, খাদ্য কর্মকর্তা মো. সামসুল হুদা, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের। উপস্থিত কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে তিনজন কৃষক বাছাই করে তাদের কাছ থেকে এই ধান সংগ্রহ করা হয়।