নবীনগরে এসডিজি বাস্তবায়ন অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি ধি:: ব্রাহ্মণড়িয়ার নবীনগরে আজ ৩ মে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলার স্থানীয় সংসদ সদস্য মো. এবাদুল করিম বুলবুল।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সম্মনয়ক (এসডিজি) মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সম্মনয়ক (এসডিজি) জুয়েনা আজিজ, পরিকল্পনা কমিশন সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সচিব ডঃ মোঃ কাউসার আহাম্মদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব মোঃ মনিরুল ইসলাম,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল, মোহাম্মদ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই প্রথম স্বাধীনতার পর সরকারিভাবে নবীনগর উপজেলায় চারজন সচিব পদমর্যাদার ব্যক্তিবর্গের উপস্থিতিতে নবীনগরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে অভীষ্ট লক্ষ্য তা মানুষের কাছে উপস্থাপন করার জন্য একসাথে উপস্থিত হয়েছেন। সকলেই এসডিজির যে লক্ষ্যমাত্রা তা সুন্দর ও সাবলীল ভাবে সকলের নিকট উপস্থাপন করেন। (এসডিজির) উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ মানুষের নিকট উপস্থাপন করার জন্য সকল প্রতিনিধিদেরকে বলা হয়। যাহাতে সকলেই সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার কাজটি ত্বরান্বিত করতে সহজ হয়।
« সেতু আছে,সড়ক নেই (পূর্বের সংবাদ)