নবীনগরে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে টিউবওয়েল মিস্ত্রীদের প্রশিক্ষন কর্মসূচি
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনি ধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে টিউবওয়েল মিস্ত্রীদের প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার নবীনগর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল থেকে সারাদিন ব্যাপি উপজেলার ৫০ জন টিউবওয়েল মেস্ত্রীদের নিয়ে এই প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারি প্রকৌশলী মো: খুরশেদ আলমের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ম্যানেজার, জিওবি- ইউনিসেফ প্রকল্প মোঃ আনিসুর রহমান রানা, উপজেলা ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভার্কের এরিয়া ম্যানেজার শ্যামল রাজ।
এছাড়াও গত ৩ ডিসেম্বর দুপুরে দক্ষ টিউবওয়েল মিস্ত্রি নিয়োগ ও পানি পরীক্ষা করন বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যসহকারী, মেকানিক এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
« কসবায় খাড়েরা সবুজ সংঘ’র উদ্যেগে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা »