উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪৬জন
নবীনগরে আজ ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন
[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিআজ শুক্রবার উপজেলার করোনায় আক্রান্ত ১৬জনের এলাকাগুলি হলো হাসপাতাল পাড়া – ০১ জন, পৌর সদরের ২ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া – ০৪ জন,পৌর সদরের ৪ নং ওয়ার্ডের আদালতপাড়া – ০২ জন, পৌর সদরের৫ নং ওয়ার্ডের মাঝিকাড়া – ০১ জন, পৌর সদরের ৬ নং ওয়ার্ডের আলিয়াবাদে – ০১ জন, পৌর সদরের ৭ নং ওয়ার্ডের নারায়ণপুর – ০২ জন উপজেলার ইব্রাহিমপুর গ্রামে ০১ জন, সলিমগঞ্জ গ্রামে ০১ জন, লাপাং গ্রামে ০১ জন, নবীপুর গ্রামে ০১ জন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী সহ মোট ১৬ জন।
বিষয়টি নিশ্চিত করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশরাত ফারখান্দা জেবিন জানান, অনেকেই করোনার এই মহামারিকে পাত্তা দিচ্ছেন না। কিন্ত যারা নিজের পরিবারের সদস্যদের হারাচ্ছেন শুধুমাত্র তারাই জানেন করোনা কতোটা ভয়াবহ রোগ।
তাই যথাসম্ভব বাসায় থাকুন, নাকে মাস্ক পরুন, হাঁচি কাশির শিষ্টাচার মানুন, ভীড় পরিহার করুন।
« নবীনগরে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়েও টালবাহানা (পূর্বের সংবাদ)































