Main Menu

নবীনগরে অতিরিক্ত যাত্রী নেয়া ও অশালীন ভঙ্গিতে গান, মোবাইল কোর্টের জরিমানা

+100%-

মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের তিতাস নদীতে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ট্রলার ভর্তি লোকজন নিয়ে ছাদে ও গলুইতে উচ্চ শব্দে অশালীন ভঙ্গিতে গান বাজনা করা ও অতিরিক্ত যাত্রী বুঝাই করে স্পীড বোট চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

(৪ জুলাই) মঙ্গলবার বিকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদা জাহান নবীনগর উপজেলার তিতাস নদীতে এ অভিযান পরিচালনা করেন। এসময় তিনি শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর আলোকে ৩ টি ট্রলারকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এবং ট্রলারে থাকা সাউন্ড বক্স গুলি জব্দ করেন।
এছাড়া,তিতাস নদীতে ১ টি স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাই করার অপরাধে, অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী চালক কে ১জাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Shares