নবীনগরের আলমনগরে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত
![+](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](https://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
![](https://i0.wp.com/brahmanbaria24.com/wp-content/uploads/2025/02/IMG_20250209_173752.jpg?resize=580%2C342)
ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলার পৌর এলাকার আলমনগরে অশ্বিনী কুমার সূত্রধরের বাড়ী অঙ্গণে, গত বছরের ন্যায় এবারও এই শ্রী শ্রী তারকব্রক্ষ হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
উৎসব উদ্যযাপন কমিটির আহব্বায়ক দিপক সূত্রধরের সভাপতিত্বে ও সদস্য সচিব কালিপদ সূত্রধরের সঞ্চালনায় গ্রামের সকল দীন ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রীমদ্ভগবত গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সূচনা করা হয় ।
অনুষ্ঠিত অনুষঠানে সকল দ্বীনভক্তবৃন্দের উপস্থিতিতে ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ দিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শ্রীমদভগবত গীতা পাঠ, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস ও পালা কীর্ত্তন , ব্রক্ষমুহুর্তে নামযজ্ঞের পূর্ণাহুতী মধ্যাহ্নে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও ভোগ দর্শন,ও ভোগারতি ও প্রতিদিন দুপুর ও দিবা রাত্রিতে হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে মহাপ্রসাদ বিতরণ প্রভৃতি ছিল ।
উক্ত মহানামযজ্ঞ সংকীর্তন ও মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনহাজ, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, সাপ্তাহিক মলয়ার সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, মানিক বিশ্বাস, ডা: শচিন্দ্র সূত্রধর, মনোরঞ্জন সূত্রধর, সঞ্জিত সূত্রধর, সঞ্জয় সরকার সহ এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন ।
এই বার্ষিক মহানামযজ্ঞ মহোৎসব কে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও মহোৎসব কেন্দ্র করে হাজার হাজার ভক্ত বৃন্দের সমাগম ঘটে।
« নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ে লক্ষাধিক টাকার মালামাল চুরি (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে কৃষকদল আয়োজিত স্মরণকালের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত »