নবীনগরের অসুস্থ ঠেলা চালক সুশীল ঋষির পরিবারে পাশে দাঁড়ালেন পৌর মেয়র এড.শিব শংকর দাস
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ার অসহায় হতদরিদ্র অসুস্থ সুশীল ঋষির পরিবারে পাশে দাঁড়ালেন নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস। গত এক সাপ্তাহ আগে হতদরিদ্র সুশীল ঋষি নবীনগর সদর বাজারে ঠেলাগাড়ি দিয়ে তার দৈনিন্দন লেবারি কাজ সেরে সন্ধ্যায় বাড়ি ফের পথে নবীনগর-কম্পানিগঞ্জ সড়রে একটি ট্রাক্কর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় স্থানীয় পথচারিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে জান। অল্পের জন্য সুশীল প্রাণে রক্ষা পেলেও তার একটি হাত ভেঙ্গে যায়। দৈনিক লেবারের কাজ করে যে আয় রোজগার হতো তাতে তার স্ত্রী,মা-বাবা ও তার তিন সন্তানদের ভরন পোষনের জোগান দিতে কষ্ট হতো। তার উপর কর্মহীন হয়ে ভাঙ্গা হাতের চিকিৎসা করাতে পারছিলো না সে। অসহায় হতদরিদ্র ঠেলাগাড়ি চালক সুশীলের বিষয়ে জানতে পেরে পৌরসভার মেয়র এড শিব শংকর দাস সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তিনি গত সোমবার দুপুরে পৌরসভার কার্যালয়ে আহত সুশীল ঋষিকে চিকিৎসা করাতে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন মেয়র। এছাড়াও পর্যাক্রমে তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ারও প্রতিশ্রতী প্রদান করেন তার পরিবার কে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. বেলজুর রহমান, কাউন্সিল গণিচান মকসুদ, মাদক মুক্ত চাই নবীনগরের সাধারণ সম্পাদ মো. অমর ফারুক, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ। চিকিৎসার টাকা হাতে পেয়ে হতদরিদ্র সুশীল মনি ঋষি কান্না জড়িত কন্ঠে বলেন, আমাগো মেয়র শিবু দা আমার সইলের চিকিৎসার লেইগ্যা আমারে টেহা দিছে।ঠাকুর তারে ভালা করবো। এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস বলেন, নবীনগরের ঋষি সম্প্রদায়ের মানুষ গুলি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তাদের পাশে না দাড়ালে কার পাশে দাঁড়াবো। সুশীল ঋষির চিকিৎসা করাতে নবীনগর পৌরসভার পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় কিছু আর্থিক সহায়তা করা হয়েছে মাত্র।