Main Menu

কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা প্রশাসন, সদর এসল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিসের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী আক্রমণ ও সরকারি কাজে বাধা প্রদানকারী অভিযুক্ত আসামীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর বুধবার সকালে নবীনগর উপজেলার পরিষদের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ও নবীনগর উপজেলা ভূমি অফিস নাজির কাম- ক্যাশিয়ার মোঃ সৈয়দ মিয়া এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা,
মোঃ ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিস এর সি ও লুতফুর রহমান, মোঃ দেলোয়ার হোসাইন, তায়েইবা হুরুন্নেছা, ইফতেখারুল ইসলাম, মোকবুল হোসেন, আজিজুল ইসলাম, রকি দাস, নূরে আলম সহ অন্যান্য সহকারীগণ উপস্থিত ছিলেন।






Shares