নবীনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কনিকাড়া পেশাজীবি সংস্থার উদ্যোগে কনিকাড়া কবরস্থান মাঠে শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্নস্থানে ১২জন চিকিৎসকের একটি টিম দিনব্যাপী চিকিৎসা সেবা দেন।
এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহ্ আলম।
সংস্থার সভাপতি আলহাজ্ব মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. ইউনুস আলী,উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ডা.তৌহিদুর রহমান হামিম,ডা. নুরুল হুদা, ডা: মোশকাত ফারখান্দা জেবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ,সংস্থার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ।
দিনব্যাপী উপজেলার প্রায় দেড় হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।
« প্রতিপক্ষকে ফাঁসাতেই নিখোঁজ হন আশুগঞ্জের যুবদল নেতা ইউনুছ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসম্মেলন, আসছেন আল্লামা আহমদ শফি »