Main Menu

কম্পিউটার ক্রয় করার তারিখ জানুন (সফটওয়্যার ছাড়া) + অনেক কিছু

+100%-

আমার টিউনের বিষয় হলো =কম্পিউটার কত তারিখে ক্রয় করেছেন তা জানুন (সফটওয়্যার ছাড়া)+আপনার কম্পিউটারের হার্ডওয়্যার এর তথ্য জানুন (সফটওয়্যার ছাড়া)

সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার দ্বিতীয় টিউন । টিউনে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন । আমার টিউনটি একদম নুতুনদের জন্য । আমি সব সময় বলি আমার টিউন গুলু এক্সপার্টদের জন্য নয় । আমাদের অনেক সময় জানার ইচ্ছা হয় কম্পিউটারে last কবে উইন্ডোজ সেটআপ করা হয়েছে ? কম্পিউটার কত সালে ক্রয় করেছি তা জানার ইচ্ছা হয় ? আমাদের হার্ডডিস্ক কতটুকু এগুলু জানার ইচ্ছা হয় । হার্ডডিস্ক কোন কম্পানির, মাদারবোর্ড কোন কম্পানির, সাউন্ড কার্ড কোন মডেলের, ভিডিও কার্ড, কম্পিউটার এর সাধারণ তথ্যাবলী, সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার এর সাধারণ তথ্যাবলী, হার্ডডিস্ক এর পারটিশন কয়টি করা আছে, ডিসপ্লের তথ্য, কোন কোন মডেম কম্পিউটার এ ঢুকানো হয়েছে, ইউএসবি, সিডি রম ড্রাইভ, কম্পিউটার এ ইন্সটল দেওয়া প্রিন্টার, মাইক্রোসফট কম্পানির কোন কোন সফটওয়্যার কম্পিউটার এ ইন্সটল দেওয়া আছে, স্টার্টআপ প্রোগ্রাম, উইন্ডোজ ক্র্যাশ ইনফর্মেশন, কোন কোন প্রোগ্রাম কম্পিউটার এ অটো চলছে ইত্যাদি সমন্ধে আজ আমরা জানবো । তাহলে আসুন শুরু করি ।




« (পূর্বের সংবাদ)



Shares