Main Menu

ওমানে ৭০ হাজার বাংলাদেশি কর্মস্থল ছেড়ে লাপাত্তা : ডয়েচে ভেলে

+100%-

ওমানে বাংলাদেশের ৭০ হাজার প্রবাসী শ্রমিক কর্মস্থল ছেড়ে লাপাত্তা হয়ে গেছেন৷ তারা কোথায় আছেন তা জানে না ওমান সরকার৷ তাই তাদের খুঁজে বের করতে বাংলাদেশ সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে৷ বার্তা সংস্থা ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সাথে বৈঠক করেন ওমান সরকারের একটি প্রতিনিধি দল৷ বৈঠকের পর প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ‘ওমানের প্রতিনিধিরা জানিয়েছেন যে, তাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৭০ হাজার বাংলাদেশি কাজ ছেড়ে লাপাত্তা হয়েছেন৷ তবে কেন তারা কাজ ছেড়েছেন তার কারণ তারা জানাতে পারেননি৷ এছাড়া তারা কোথায় আছেন তাও তারা জানেন না৷’ মন্ত্রী জানান, বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে ওমানে পাঠানো হবে৷ তবে প্রবাসী কল্যাণমন্ত্রী মনে করছেন, ‘কাজের পরিবেশ এবং বেতনের কারণে শ্রমিকরা নিজেদের কর্মস্থল ছেড়ে যেতে পারেন৷’

প্রতিবেদনে আরো বলা হয়, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাংলাদেশি কাজ নিয়ে ওমানে গেছেন৷ জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলি হায়দার চৌধুরী ডয়চে ভেলেকে জানান, ‘ওমানে বাংলাদেশের জনশক্তি রফতানির বাজার বেশি দিনের নয়৷ আর ওই দেশে বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই গেছেন ব্যক্তিগত যোগাযোগ এবং দালালের মাধ্যমে৷’

তিনিও মন্তব্য করেন যে, সেখানে যাওয়ার পর শ্রমিকরা কাজের পরিবেশ এবং প্রতিশ্রুত বেতন না পেয়ে হয়ত অন্য কোনো প্রতিষ্ঠানে গোপনে কাজ নিয়ে চলে গেছেন৷ তার ধারণা তারা ওমানেই আছেন৷’ তবে তিনি মনে করেন এর নেতিবাচক প্রভাব আছে৷ এই কারণে শুধু ওমান নয়, পুরো মধ্যপ্রাচ্যে জনশক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ তাই সরকারের উচিত হবে দ্রুত ওমান সরকারের সহযোগিতা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া শ্রমিকদের খুঁজে বের করা৷

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রায় ৯০ লাখ শ্রমিক কাজ করেন৷ তাদের মধ্যে মধ্যপ্রাচ্যেই আছেন প্রায় অর্ধেক৷ গত বছর বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকরা রেকর্ড পরিমাণ ১৪ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন৷ আলি হায়দার চৌধুরী বলেন, ‘তাই এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এই বাজার নষ্ট না হয়৷’

তিনি এ জন্য প্রবাসী বাংলাদেশিদের যেমন সেসব দেশের নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানান, তেমনি নানা ধরণের অনিময়মের জন্য ওই সব দেশের জনশক্তি প্রতিষ্ঠানকেও দায়ী করেন৷






Shares