Main Menu

রিয়াদে নবীনগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন

+100%-
২৪ ডেস্ক: রিয়াদস্থ প্রবাসী বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপিত হয় বাথার ক্লাসিক রেস্টুরেন্ট অডিটরিয়ামে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আলীনুর ইসলাম (রনি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ প্রবাসী বি বাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সেলিম রেজা।

প্রধান বক্তা ছিলেন রিয়াদস্থ প্রবাসী বি বাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আর মাহবুব।

বিশেষ অতিথি ছিলেন রিয়াদ আওয়ামীলীগ সহসভাপতি আব্দুল ওহাব, শ্রমিকলীগ সভাপতি সোলেমান বাদশা, সহসভাপতি দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ, যুবলীগ সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আলমগীর, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি সাহিদুর রহমান সাহেদ, দপ্তর সম্পাদক শাহাজাহান প্রমূখ।

বক্তারা বাংলাদেশের স্বাধীনতার অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের রাজনৈতিক দর্শনের স্মৃতিচারণ করে বলেন, তার দর্শন আজ বিশ্বব্যাপি সমাদৃত। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষায় যাকে বলা হয় রাজনীতির কবি।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবু হানিফ, জাবেদ রানা, এহসানুল হক কবির, মো. জালাল, জামাল আহম্মদ, স্বাধীন সরকার, মিজানুর রহমান, মো. গুলজার, খলিলুর রহমান, কাজী সরওয়ার, ইনু মিয়া। সহযোগিতায় ছিলেন কামরুজ্জামান টিপু, সজল সরকার, আলম, আবু নেহার চৌধুরী, বাদল মিয়া, কামাল মিয়া, মোয়াজ্জেম হুসেন, সাইফুজ্জামান রাসেল।

১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন আবুল কাসেম।






Shares