বাহরাইনে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ওবাইদুল রওশান: ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাহরাইন আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাহরাইন সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান বাংলাদেশ সমাজের অডিটোরিয়াম হলে,
সভায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাশেম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আমির এর যৌথ সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন আওয়ামীলীগ এর সভাপতি জহির উদ্দিন মোঃবাবর, তিনি তার বক্তব্যে বলেন বতর্মান সরকারের প্রধান আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ দ্রুত এগিয়ে চলছে, যত উন্নয়ন তার অগ্র নায়ক শেখ হাসিনা, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল উল্লেখ করে বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে ঢাকা শহরকে যানজট নিরশনে ফ্লাইওভার নির্মাণ, ঢাকা চট্টগ্রাম, সিলেট হাইওয়েকে চার লেনে নিয়ে আসা রাস্তা ঘাট, ব্রিজ কালবার্ট, বিদ্যুৎ সহ অর্থনৈতিক ভাবে শক্তিশালী অর্জন করার মত বড় বড় কাজ করে ইতিমধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হতে চলেছে। তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে এক মত পোষন করে বলেন বাংলাদেশ এখন উন্নয়নের হাইওয়েতে যা বিশ্ব বিরল।
প্রধান অতিথি বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, প্রধান বক্তা সমাজের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাবুল সহ আরোও উপস্থিত বাহরাইনস্থ আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম, নজির আহমেদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল তালুকদার, টুকু সরকার, হাসান রিয়াদ, শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ, দেলোয়ার মোল্লা, চান মিয়া, ফরহাদ হোসেন, হেলাল আহমেদ, রুবেল, মো: রিয়াজ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগের উপদেষ্টা ইমাম হোসেন বাবুল। পরে আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে কেক কেটে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা সফল সমাপ্তি ঘোষণা করেন।