তেলসমৃদ্ধ দেশ কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি :: মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ কাতারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী হাজারো বাঙালি। কাতারে স্থানীয়দের সঙ্গে সেখানে অবস্থিত বাংলাদেশি প্রবাসীরা একত্রে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করেন।
আজ মঙ্গলবার ভোর ৫টায় পবিত্র ঈদুল ফিতর নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লীরা কাতারের জাতীয় মসজিদসহ স্থানীয় ৩৮২টি মসজিদ ও ঈদগাহ নামাজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি অধ্যুষিত বাণিজ্যিক এলাকা রাজধানীর দোহার নাজমা,মাইজার, বিন ওমরান,ওয়াকরা, ন্যাশনাল,মনসুরা ও সানাইয়াসহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ সমাবেত হন প্রবাসীরা বাংলাদেশীরা।
নামাজ শেষে নিজের পাপ মোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। নামাজ আদায় শেষে একে অন্যের সাথে কৌশল বিনিময় করে নেন।
« সুবিধা বঞ্চিতদের ঈদ উপহার দিলো আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আশুগঞ্জে ট্রাকের ভেতর হেলপারের লাশ »