Main Menu

আমার মৃতদেহের উপর ঝুলবে নোটিশ বোর্ড “কতৃপক্ষ দায়ী নয়”

+100%-

আমাদের দেশ পরিচালনার জন্য কোন কতৃপক্ষের প্রয়োজন আছে কি ?লঞ্চ ডুবিতে প্রতি বছর শত শত মানুষের মৃত্যু হয় কারন একটাই লঞ্চ নির্মানে ত্রুটি ছিল।প্রতিটি লঞ্চ ডুবির পর কতৃপক্ষের এমন ধরনের সাফাই শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ত্রুটিপূর্ন লঞ্চ কিভাবে পানিতে নামলো তার জবাবদিহি করার মত কোন কতৃপক্ষ সম্ভবত নেই!! যদি থাকে তবে তাদের জবাবদিহিতা নেই কেন ?
সাতটি মানুষ একসাথে নিখোঁজ হয়ে এক সাথে লাশ হয়ে গেল । যে কতৃপক্ষ তাদের নিরাপত্তা দেওয়ার কথা সেই কতৃপক্ষই হত্যাকারি । হত্যাকারির কর্তপক্ষের কাছে জবাব চাইবার অধিকার জনগনের আছে কি ? যে রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকাকালিন এই ফ্রান্কেস্টাইন তৈরী করেছিল তারাই আজ তাদের বিলুপ্তি চায় । নুর হোসেনের মত দানবরা্‌ও আরেকটি রাজনৈতিক দলের সৃষ্টি। সব দানবের সৃষ্টি ক্ষমতার “গর্ভ” থেকেই।
রানা প্লাজা ধসে পড়ে হাজার মানুষের মৃত্যু। তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে মৃত্যু। ট্রেনের ছাদ থেকে পড়ে মৃত্যু, সবখানেই তো “কতৃপক্ষ” আছেন।কিন্তু কোন কিছুতেই কতৃপক্ষ দায়ী নন।
কতৃপক্ষের উচিত প্রতিটি অস্বাভাবিক মৃত্যুর পর মৃতদেহের উপর নোটিশ ঝুলিয়ে দেওয়া “এই মৃত্যুর জন্য কর্তপক্ষ দায়ী নয়” ।
নতুবা দায়িত্ব ছেড়ে দেওয়া ।






Shares