Main Menu

অপ্রতিরোধ্য রংপুর রাইডার্স উড়ছেই

+100%-

bplমোঃ বায়েজিদ মোস্তফা:: আগের ম্যাচে চিটাগাং ভাইকিংস কে ৯ ইউকেটে হারানো রংপুর রাইডার্স এর কাছে এবার ধরাশায়ী হল গত ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে সৌভাগ্যবশত জয় পাওয়া খুলনা টাইটানস। আজকের বিপিএল এর একমাত্র ম্যাচে রংপুর এর বোলারদের তোপের মুখে মাত্র ১০.৪ ওভারে ৪৪ রানেই গুটিয়ে যায় খুলনা। খুলনার ব্যাটসম্যান শুভাগত হোম একমাত্র দুই অংকের কোটা পৌঁছাতে পেরেছেন। রংপুর রাইডার্সের পাকিস্তানী অলরাউন্ডার শহীদ আফ্রিদি ৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ ইউকেট নেন। আরাফাত সানি ছিল আরো দুর্দান্ত। ২.৪ ওভারে কোন রান না দিয়ে শিকার করেন ৩ ইউকেট। এটিই বিপিএল এর সর্বনিম্ন স্কোর।

৪৫ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে আগের ম্যাচের হিরো মোহাম্মদ শেহজাদের ইউকেট টি হারিয়ে ৭২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর। শেহজাদের ইউকেট টি লাভ করেন জুনাঈদ খান।শহীদ আফ্রিদি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

  1. আগামীকাল বিপিএল এর দুটি খেলা। মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান ও মুশফিকের বরিশাল বুলস। অপর ম্যাচে ঢাকা ডিনামাইটস এর মুখোমুখি হবে রাজশাহী কিংস।
    সংক্ষিপ্ত স্কোর
    #খুলনা_টাইটানসঃ- ৪৪ (১০.৪)
    শুভাগত হোম চৌধুরী ১২
    শহীদ আফ্রিদি ১২/৪
    আরাফাত সানি ০/৩
    #রংপুর_রাইডার্সঃ- ৪৫/১ (৮)
    মোহাম্মদ শেহজাদ ১৩
    সৌম্য সরকার ১৩*
    মোহাম্মদ মিঠুন ১৫*
    জুনাঈদ খান ১৪/১
    ফলাফলঃ- রংপুর রাইডার্স ৯ ইউকেটে জয়ী।
    ম্যান অব দ্যা ম্যাচঃ- শহীদ আফ্রিদি (রংপুর রাইডার্স)


« (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) »



Shares