লক্ষীপুরকে ৫ উইকেটে হারিয়ে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে রোববার অনুষ্ঠিত ম্যাচে ৫ উইকেটে ইস্পাহানি লক্ষীপুরকে পরাজিত করে জয় পেয়েছে কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া।
টসে জিতে লক্ষীপুর প্রথমে ব্যাট করতে নামে। ১৮.১ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ৬৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ রান আসে ওপেনার আশিক মাহমুদের ব্যাট থেকে। তিনি ১৯ রান করেন ২২ বল খেলে। এছাড়া মাহবুবুর রহমান ১৪ বলে করেন ১১ রান। বাকিরা দুই অংকের ঘরে যেতে পারেননি। ব্রাহ্মণবাড়িয়ার শামিম মিয়া ১৯ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান খাইরুল ইসলাম এবং ইসমাইল হোসেন। জবাবে ব্রাহ্মণবাড়িয়া ১৩ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। তারা ৬৮ রান তুলে নেয়।
দলের পক্ষে শামিম মিয়া ২০, আশফাক আহমেদ ১২ এবং হেমায়েত হোসেন ১১ রান করেন। লক্ষীপুরের পক্ষে হেলাল উদ্দিন এবং ইমতিয়াজ মল্লিক ২টি করে উইকেট নেন। ব্রাহ্মণবাড়িয়ার শামিম মিয়া এ খেলায় ম্যান অব দি ম্যাচ হন। তার হাতে পুরস্কার তুলে দেন কন্টিনেন্টাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আহসান ইকবাল চৌধুরী এবং ইস্পাহানি গ্রুপের ম্যানেজার টি ট্রেড তাসবির হাকিম।































