Main Menu

প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তির ফলাফল প্রকাশ

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরিক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তির ফলাফর প্রকাশ করা হয়েছে। মোট বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ জন। এর মধ্যে ট্যালেন্টপুল কোটায় বৃত্তি পেয়েছে ৭২ জন এবং সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৮১ জন।

নাসিরনগরে সর্বোচ্চ ১০টি বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয় হল নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩ জন,কুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন, সিংহগ্রাম দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন,চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭ জন, চাতলপাড় পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নূরপুর লাহাজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ জন,লালুয়ারটুক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ জন, নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন,নাসিরপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন,আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ জন, দাতঁমন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪ জন।

এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার বলেন, ২০১৬ সালের সমাপনী(পিএসসি) পরিক্ষার ফলাফলের ভিত্তিতে ১৫৩ জন বৃত্তি পেয়েছে। গতবারের তুলনায় এ বছর ফলাফল অনেক ভাল। তবে এ ফলাফলে আমি সস্তুষ্ট নয়। শিক্ষকদের আরো ভাল ফলাফলের জন্য পরামর্শ দেয়া হয়েছে।






Shares