Main Menu

প্রসঙ্গ : ভারতীয় ওয়েব সাইট হ্যাক এবং তার ফলাফল

+100%-

বাংলাদেশের কিছু ছেলেবেলে কিছুদিন আগে ভারতের কিছু ওয়েবসাইট হ্যাক করেছিলো। আর তাদের এই (অপরাধ) কার্যটি আমাদের বাংলাদেশের কিছু অতিরঞ্জিত দেশপ্রেমিক তুমুল ভাবে প্রশংসা করেছিলেন। আমাদের নিজেদের বিবেকবুদ্ধি গুলো আস্তে আস্তে কি লোপ পেয়ে যাচ্ছে ? একটি অপরাধকে কিভাবে আমরা সমর্থন করে অপরাধীদের বাহ বাহ প্রদান করি ? সীমান্তে ভারত বাংলাদেশের সাথে যা করছে তার প্রতিবাদের জন্য বাংলাদেশের ছেলেরা হ্যাক করেছিলো ওয়েব সাইট গুলো। সূত্র Click This Link এই ধরনের অপরাধ কি দেশের ভাবমুর্তিকে উজ্জ্বল করেছে ? ভারতের সাথে প্রযুক্তিগত প্রতিযোগিতায় অবতীর্ন হওয়াটা কি বুদ্ধিমানের মতো কাজ ? অপরাধ সবসময়ই ঘৃণিত। এই প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়ার মানে হলো অপরাধীদের আরো উৎসাহিত করা। এই ফলাফল কি আমাদের জন্য কোন সুফল বয়ে আনবে। আজ সেই পাল্টা প্রতিশোধ নিয়েছে ভারত। তারা আমাদের আমাদের কিছু ওয়েব হ্যাক করেছে । http://www.tcb.gov.bd/, http://www.moedu.gov.bd/, http://www.mopme.gov.bd/, http://www.ictd.gov.bd/ সূত্র Click This Link

ভারতীয় হ্যাকার গ্রুপগুলোও বাংলাদেশী সাইবার স্পেস ধ্বংস করে দেয়া হবে বলে বার্তা প্রচার করা শুরু করেছে। বাংলাদেশী হ্যাকারদের আক্রমণের পাল্টা জবাব দিতে সাইবার যুদ্ধ শুরু করেছে বেশ কয়েকটি ভারতীয় সাইবার আর্মি গ্রুপও। ভারতীয় হ্যাকারদের নেতৃত্বে দিচ্ছে ইন্ডিশেল নামের একটি হ্যাকার গ্রুপ। ইতিমধ্যে তাদের কবলে পড়েছে বেশ কয়েকটি বাংলাদেশী সরকারি এবং বেসরকারি ওয়েবসাইট। বাংলাদেশ এবং ভারতীয় হ্যাকারদের মধ্যে কথোপকথনের একটি ডকুমেন্ট প্রিয় টেক এর হাতে এসেছে। সে ডকুমেন্ট থেকে এ তথ্য জানা যায়। এদিকে সিকিউরিটি বে জানিয়েছে, ইন্ডিশেল হ্যাকার গ্রুপের এফএফই এসএসএক্সটি প্রিন্স ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, পাকিস্তান অপারেশনের পর আমরা এখন চিন্তা করছি বাংলাদেশের বিরুদ্ধে অপারেশন শুরু করবো। বাংলাদেশী হ্যাকার গ্রুপ বিবিএইচএইচ এর কিছু হ্যাকারদের আচরণের কারণে আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছে। ইন্ডিশেল হ্যাকার দল এখন দেখাবে হ্যাকিং কাকে বলে! ভারতীয় হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশী ওয়েবসাইট গুলোর নাম জানতে হলে এই লিঙ্কে যেতেন পারে http://www.tunerpage.com/archives/65362

এখন আপনারা নিজেরাই নিজেদের বিবেক দিয়ে বিচার করে দেখুন, যেখানে ভারত প্রযুক্তিতে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ সেখানে তাদের সাথে এই রকম হ্যাকিং প্রতিযোগিতায় নামাটা কোন ধরনের বুদ্ধিমানের পরিচয় বহন করে আমার জানা নেই। আসুন নিজেদের পরিবর্তন করি। অপরাধকে সমর্থন না করে বরং তার সমালোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সবাইকে অনেক ধন্যবাদ।






Shares