Main Menu

সরাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত

+100%-

সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সিলেটের পুলিশ সুপার (এসপি) নুরে আলম মিনার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ সুপার এসময় গাড়িতে ছিলেন না।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, সিলেটের সহকারী পুলিশ সুপার ফরিদুল ইসলাম পুলিশ সুপারের গাড়িতে করে ঢাকা যাচ্ছিলেন। পথে ইসলামাবাদ এলাকায় একটি গরুকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের কবরস্থানের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় ও গাড়িতে থাকা এক পুলিশ সদস্য আহত হন। আহত ব্যক্তির নাম জানা যায়নি।


Shares