Main Menu

এক যুগেরও বেশী সময়ের পর জেলা যুবলীগ সভাপতির দায়িত্বভার হস্তান্তর

+100%-

এডঃ মাহবুবুল আলম খোকন এর দক্ষতা ও সফলতার মত এডঃ শাহনুর ইসলাম ও সিরাজুল

ইসলাম ফেরদৌস এর নেতৃত্বে আগামীদিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগ পরিচালিত

হবে—-জেলা যুবলীগের যুব সমাবেশে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি


গতকাল স্থানীয় ইন্ডাষ্ট্রিয়াল স্কুল চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস এর পরিচালনায় এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম জাতীয় নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের প্রশাসক এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, সদর উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শাহ আলম সরকার, ইখতিয়ার উদ্দিন স্বপন, জহিরুল ইসলাম জহির, সালাউদ্দিন সরকার, এডঃ এনামুল হক কাজল, আলী আজম, আমজাদ হোসেন রনি, এম. এ আজিজ প্রমুখ। সভায় প্রধান অতিথি জননেতা মোকতাদির চৌধুরী এমপি বিগত দিনে অত্যন্ত দক্ষতার সহিত জেলা যুবলীগের সুসংগঠিত করার জন্য বিদায়ী সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকনকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু ও রাজনৈতিক সফলতা কামনা করেন। পরে মাহবুবুল আলম খোকন সভাপতির পদ থেকে অব্যাহতি নেওয়ায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে এডঃ শাহনুর ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য জেলা যুবলীগ কেন্দ্রীয় যুবলীগের নিকট রেজুলেশন আকারে প্রস্তাবের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।প্রেস রিলিজ


Shares