Main Menu

ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করণের দাবী নিয়ে শুরু হলো ব্রাহ্মণবাড়িয়া নাগরিক সমাজ এর পথচলা

+100%-

শিল্প সংস্কৃতির ধারক বর্তমানে বিভিন্ন কারণে গৌরব হারানো ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া’র হারানো গৌরব পুণরুদ্ধার এর অঙ্গিকারের পাশাপাশি নাগরিক ন্যায় সঙ্গত অধিকার নিশ্চিত করণে প্রশাসনের সকল পর্যায়ে দাবী উত্থাপন এবং সমাজের সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনার মধ্য দিয়ে “ব্রাহ্মণবাড়িয়া নাগরিক সমাজ” নামক সংগঠণের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো গতকাল ১৬ মে শনিবার।
এ উপলক্ষে গতকাল বিকেলে লোকনাথ উদ্যান সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক সমাজ এর ১১ সদস্য বিশিষ্ট কমিটির উদ্যোগে আহবায়ক ও বিশিষ্ট শালিসকারক তাজ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠণের আদর্শ উদ্দেশ্য বর্ণনা করে স্বাগত বক্তব্য পেশ করেন সদস্য সচিব ব্যাংকার মোঃ ইকবাল মিয়া। আবদুল লতিফ তুহিনের উপস্থাপনায় সাংগঠনিক কার্যক্রম এবং ব্রাহ্মণবাড়িয়ার ভাঙ্গা সড়ক সংস্কার, কালোবাজারী মুক্তি ট্রেনের টিকিট পাওয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত নাগরিক অধিকার নিশ্চিত করণের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট এর কমান্ডার হারুনুর রশিদ দুলাল, সামাজিক নেতৃত্ব আবদুল ওয়াহিদ খান লাভলু, সংগঠণের উদ্যোক্তা ইসলামিক সেন্টার সেক্রেটারী শওকত হায়াত খান, জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম, মমিনুল আলম বাবু, মিজানুর রহমান তানিম, শিক্ষানুরাগী রোকেয়া রহমন, মজলিশপুর ইউপি মেম্বার শরীফুল ইসলাম, পৌর ওয়ার্ড কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, ব্যবসায়ী মোঃ আবুল কালাম, আবদুল কুদ্দুস, রজব আলী প্রমুখ। সুধী সমাবেশে সাংবাদিক, অবসরপ্রাপ্ত শিক্ষক, পুলিশ কর্মকর্তা, আইনজীবি, ব্যবসায়ী, শালিসকারক, শ্রমিকনেতাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।প্রেস রিলিজ






Shares