Main Menu

সরাইলে সেনা কর্মকর্তার বসত ঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ::সরাইলে লেঃ কর্ণেল রিয়াজুল ইসলাম ঠাকুরের বসতঘর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর চারটায় সদর ইউনিয়নের বড় দেওয়ান পাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন ও রিয়াজুল ইসলাম ঠাকুরের স্বজনরা জানায়, সরাইল উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, বি আর ডি বি’র চেয়ারম্যান ও ঠিকাদার মোঃ আনিছুল ইসলাম ঠাকুরের বড় ভাই গাজীপুর সমরাস্ত্র কারখানার (অব:) প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ঠাকুরের ছেলে রিয়াজুল ইসলাম। তিনি বর্তমানে সিলেট ক্যান্টনমেন্টে কর্মরত আছেন। গ্রামের বাড়ি বড়দেওয়ান পাড়ায় পৈত্রিক ভিটিতে রয়েছে তাদের বড় চার চালা টিন ও কাঠের তৈরী একটি ঘর। তারা যখন বাড়িতে আসেন এ ঘরেই থাকেন। তাদের অবর্তমানে সেনা কর্মকর্তার চাচারা ওই ঘরটি দেখাশুনা করতেন। আনিছুল ইসলাম ঠাকুর মাঝে মধ্যে ঠিকাদারীর কিছু মালামাল রাখতেন। গতকাল ভোরে কাঠ ও টিন পুড়ার বিকট শব্দে ঘুম ভাঙ্গে আশপাশের লোকদের। দৌঁড়ে এসে দেখেন আগুনের লেলিহান শিখা শো শো শব্দে উড়ছে। প্রচন্ড তাপদাহে আগুনের কাছে যাওয়া অসম্ভব। তারপরও নলকূপের পানি ছিটিয়ে মহিলা পুরুষ মিলে প্রাণপন চেষ্টা করেছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ওই ঘরটির সব কিছু মুহুর্তের মধ্যে পুড়ে ছাঁই হয়ে যায়। তাদের ক্ষতির পরিমান ৬-৭ লক্ষাধিক টাকার মত হবে। আনিছুল ইসলাম ঠাকুর বলেন, কাজের টাকার হিসাব নিয়ে কয়েকজনের সাথে আমার বাকবিতন্ডা হয়েছিল। এ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসাও থাকতে পারে।






Shares