Main Menu

বিশ্বে একমাত্র বাঙালী জাতি রক্তের বিনিময়ে মাতৃভাষা অর্জন করেছে-চিনাইরে মোকতাদির চৌধুরী এমপি

+100%-

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, মাতৃভাষা সকল মানবজাতির জন্য আল্লাহ্র রহমত স্বরূপ। মাতৃভাষা রক্ষার জন্য বিশ্বে একমাত্র বাঙালী জাতি রাষ্ট্রভাষা আন্দোলন করে রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা অর্জন করেছে। যা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করেছে। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ এবং আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পালিত অমর একুশের প্রভাত ফেরী পরবর্তীতে কলেজ চত্বরে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিনব্যাপী বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এ কথাগুলো বলেন।
চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ, আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়, আবদুর রউফ স্মৃতি আদর্শ কিন্ডার গার্টেন, সানওয়ে মডেল স্কুল এবং নলেজ একাডেমি’র দেড় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক প্রভাত ফেরীতে অংশগ্রহণের মাধ্যমে কলেজ চত্বরে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক ও গবেষক মুহম্মদ মুসা। আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম শিবলী, আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এম বি কানিজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রভাষক সায়েমা বানু এবং শিক্ষক পংকজ মধু। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মহিবুর রহিম। পরে প্রধান অতিথি একুশে বইমেলা উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Shares