Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা-র‌্যালি

+100%-

শামীম উন বাছির :: ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সহকারি কমিশনার (ভূমি) আবুল হাসনাত মোর্শেদ ভূইয়া, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শরীফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ দত্ত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোরায়রা।
উপজেলা কৃষি অফিসার কে.এ. বদরুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী,  জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম ও শাপলা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস.এম. শাহীন। আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সরকারি-বে-সরকারি অফিসের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শহরের লোকনাথ উদ্যান ( টেংকের পাড়) থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়।






Shares