Main Menu

এসএসসি পরীক্ষা শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠানের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

+100%-

শামীম উন বাছির:: ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্নভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের দাবীতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে এসএসসি পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য ২০দলীয় জোটকে পরীক্ষা চলাকালীন সময়ে কোমলমতি ছাত্র-ছাত্রী দের কথা বিবেচনা করে কর্মসূচী প্রত্যাহারের আহবান জানান। এতে বিভিন্ন স্কুলের ৩ শতধিক পরিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে। অন্যদিকে, ভীতিমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে আশুগঞ্জে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পযর্ন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ রেলগেইট এলাকায় ঘন্টা ব্যাপী মানবন্ধন করে।  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ হাতে হাত ধরে র্দীঘ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকরা যাতে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে এবং তাদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল ও অবরোধ প্রত্যাহার করার দাবি জানান তারা।






Shares