সীমান্তে বিজিবি’র ডগ স্কোয়ার্ডের মাদক বিরোধী বিশেষ অভিযান
প্রতিনিধি : পূর্বাঞ্চল সীমান্তের আখাউড়ায় ঈদের আগ মুহুূর্তে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আখাউড়া বিজিবি জওয়ানরা। শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্তে ডগ স্কোয়ার্ড এর মাধ্যমে মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়।
১২ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানাযায়, আখাউড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোম্পানী সদরের জওয়ানরা গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় ডগ স্কোয়ার্ডের মাধ্যমে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত করেন। অভিযান কালে আখাউড়া বিজিবি জওয়ানরা আব্দুল্লাপুর-লঙ্কামুড়া সীমান্ত এলাকার বিভিন্ন ঝোপ ঝাড় থেকে ডগ স্কোয়ার্ডের সাহায্যে ৩০ বোতল ফেন্সিডিল এবং ১৮ বোতল হুইস্কি সহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করেন।
১২ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, সীমান্তে চোরাচালান রোধে আমাদের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।