ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট
শামীম উন বাছির ::জেলা সদর হাসপাতালের ভেতর ও এর আশপাশে অ্যাম্বুলেন্স রাখতে না দেওয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া অ্যাম্বুলেন্স মালিক সমিতি।
বুধবার থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রোগী ও স্বজনেরা।
অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, হঠাৎ করে পুলিশ এসে হাসপাতাল চত্বর থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে যায়। এছাড়া তিনি অ্যাম্বুলেন্স চলকদের উপর ট্রাফিক পুলিশের হয়রনির কথাও জানান।
এদিকে, সদর হাসপাতালে ২টি সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও একটি অকেজো হয়ে পড়ে আছে। আরেকটি বেশিরভাগ সময় বন্ধ থাকে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আকবর আলি জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষার বৈঠকে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
« সকলের পরামর্শক্রমে অধিকতর ফলপ্রসু ও গণকল্যানমুখী বাজেট প্রনয়ন করা হবে।- মেয়র মোঃ হেলাল উদ্দিন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট »