Main Menu

মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক

+100%-

বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. ক. মো. সালাউদ্দিন  রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছেন।

এ সময় মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘আখাউড়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই’। বিজিবি’র আইসিপি ক্যাম্পে মত বিনিময়কালে আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, আব্দুল জলিল, মহিউদ্দিন মিশু, সমীর চক্রবর্তী, নাসির উদ্দিন, জিয়াউল ইসলাম বাবলু, ফজলে রাব্বি, তাজবীর আহম্মেদ উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা মাদক নির্র্মূলে বিজিবিকে সহায়তার আশ্বাস প্রদান করেন। বিজিবি’র ওই কর্মকর্তা বলেন, ‘আমরা আমাদের অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে সমাবেশ করা হচ্ছে। মাদক নির্মূলে বিজিবি’র পক্ষ থেকে আরো কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আখাউড়াকে মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন’।






Shares