খেলার মাঠের দখল নিয়ে সরাইলে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে যুবক খুন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
সরাইল উপজেলার ফতেহপুর গ্রামে শিশু কিশোরদের খেলার মাঠ দখলকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মো.রাসেল মিয়া নামের (২৬) এক যুবক খুন হয়েছেন। তিনি ফতেহপুর গ্রামের মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে। গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামের দুই দল শিশু কিশোর গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের বালিয়াকান্দি মাঠে খেলতে যায়। গ্রামের নিয়াজি গোষ্ঠীর শিশু কিশোররা মাঠে ফুটবল খেলতে চায়। একই সময়ে একই গ্রামের বালামের গোষ্ঠীর ছেলেরা মাঠে ক্রিকেট খেলতে আগ্রহ প্রকাশ করে। এ নিয়ে নিয়াজি গোষ্ঠীর জাকির (২১) ও বালামের গোষ্ঠীর হাশেমের (২০) মধ্যে প্রথমে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কিছুক্ষন পর উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নিয়াজির গোষ্ঠীর মো.রাসেল মিয়াসহ অন্তত ৩৫ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেল মারা যান। এ খবর ফতেহপুর গ্রামে ছড়িয়ে পড়লে গতকাল বুধবার দুপুরে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।