তৃণমূলের মনোনয়নের বিদ্রোহী প্রার্থীরা দল থেকে বহিষ্কৃত……….মোকতাদির চৌধূরী
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আওয়ামীলীগের প্রার্থী কে ভোট দিন……………ফজিলাতুন্নেসা বাপ্পি
আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থনে শহর আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর কোন বিকল্প নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার এই আসন টি আওয়ামীলীগের স্থানীয় রাজনীতির জন্য গুরুত্তপূর্ন। তাই আগামী উপজেলা নির্বাচনে যে কোন মূল্যে এই আসন টি আমাদের হাতে আনতে হবে। এ কাজ টি সফল করতে হলে আওয়ামীলীগ নেতৃবৃন্দর পাশাপাশি তৃনমূল নেতাদের অগ্রনী ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, অতিতে জাতীয় সংসদ নির্বাচনে তৃনমূল নেতৃবৃন্দ যে ভাবে কার্যকর ভূমিকা রেখেছে এই নির্বাচনেও আমাদের সে রকম ভূমিকা রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে এবারের নির্বাচনে আমাদের বিরুদ্ধে একটি প্রতিপক্ষ রয়েছে। এই প্রতিপক্ষ কে দূর্বল ভাবার কোন অবকাশ নেই। আমাদের সর্বোচ্চ শ্রম ব্যায় করে বিজয় অর্জন করতে হবে। মোকতাদির চৌধুরী এমপি গতকাল শুক্রবার বিকালে সুরসম্্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া শহর আওয়ামীলীগ আয়োজিত আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর সর্মথনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন, তৃনমূলের মনোনয়নের বাহিরে যারা উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে তারা দল থেকে বহিষ্কৃত। তাদের কে আওয়ামীলীগের প্রার্থী ভাবা যাবে না। তিনি তাদের পক্ষে কাজ না করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান। সভায় বিশেষ অতিথি জাতীয় সংসদের সম্ভাব্য নারী সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধিনতা-সার্বভৌমত্ত গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় এবং যুদ্ধাপরাধী মুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিতে জয় যুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। কর্মী সভায় শহর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মোঃ মুসলিম মিয়ার সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, জেলা পরিষদ প্রশাসক এডঃ সৈয়দ এ.কে.এম.এমদাদুল বারী, সিনিয়র সহ সভাপতি, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগও ১৪ দলের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। সভায় নিজ নিজ প্রতিকের নাম প্রকাশ করে উপস্থিত সকলের কাছে দোয়া ও সহোযগিতা চান তৃনমূলের ভোটে মনোনিত আওয়ামীলীগের চেয়ারম্যান পদ প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাছিহাতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। সভায় শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলামের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সংষ্কৃতি সম্পাদক শাহ আলম সরকার, জেলা আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান বাচ্চু, আব্দুল হাই ডাবলু, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাবিবুল্লাহ বাহার, কৃষক সভাপতি কাউন্সিলর ছাদেকুর রহমান শরীফ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব এডঃ লোকমান হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আলী অজম, শহর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, আনোয়ার হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রনি, যুব নেতা গোলাম মোস্তফা রাফি, ছাত্রলীগ সভাপতি মোঃ মাসুম বিল্লাহ। ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মলাই, ডা. মোঃ ইয়াকুব, রফিকুল ইসলাম দুলাল, বীরমুক্তিযোদ্ধা মুরাদ খান, মোঃ খলিলুর রহমান মোঃ হানিফ, অজিত দাস, মোঃ শাহ নেওয়াজ মিয়া প্রমুখ। সমাবেশে জেলা আওয়ামীলীগ, শহর আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ওয়ার্ড আওয়ামীলীগের সহ¯্রাধীক নেতা কর্মী অংশ গ্রহন করেন।