Main Menu

বিএনপির ভারমুক্ত মহাসচিব হলেন মির্জা ফখরুল

+100%-

mirzaবিশেষ প্রতিবেদক:: অবশেষে ভারমুক্ত হয়ে বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেইসাথে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সিনিয়র যুগ্ম মহাসচিব ও মিজানুর রহমান সিনহাকে দলের কোষাধক্ষ্য হিসেবে ঘোষণা করেছে বিএনপি। আজ সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল এগারোটার দিকে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তিন পদের নাম ঘোষণা করেন।

তিনি বলেন, গত ১৯ মার্চ দলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সে কাউন্সিলে কাউন্সিলরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেতৃত্বে নির্বাচনের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ তিনটি পদে তাদের মনোনীত করেছেন।

গত ২০১১ সালের মার্চে বিএনপির মহাসচিব খন্দকার দেলওয়ার হোসেন মৃত্যুবরণ করলে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর দলের সিনিয়র কয়েককজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেন। কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো বর্ণনা নেই। কিন্তু বেগম খালেদা জিয়া মার্চ ২০১১-র শেষ ভাগে সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাওয়ার আগমুহুর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে।

সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, জাসাসের সভাপতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

 






Shares